ভিক্টোরিয়াকে ছাড়িয়ে গেলেন দ্বিতীয় এলিজাবেথ


প্রকাশিত: ০৭:২৩ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

ব্রিটিশ সিংহাসনে সবচেয়ে দীর্ঘসময় থাকার রেকর্ড গড়ছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। এর ফলে তিনি ছাড়িয়ে গেলেন রাণী ভিক্টোরিয়ার ৬৩ বছর সাত মাস দুই দিন সিংহাসনে থাকার রেকর্ডকে! খবর বিবিসি।

রাণী ভিক্টোরিয়া সিংহাসনে বসেন ১৮ বছর বয়সে। ৬৩ বছর সাত মাস দুই দিন সিংহাসনে ছিলেন তিনি। অন্যদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথ ২৫ বছর বয়সে সিংহাসনে বসেন এবং বুধবার তিনি রাণী ভিক্টোরিয়ার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছেন।

তাদের দুজনের মধ্যে আশ্চর্য কিছু মিল আছে, আবার অমিলও কম নয়। ভিক্টোরিয়া যেদিন রাণীর মুকুট পরেন সেদিন লন্ডনের রাস্তায় উৎসবে যোগ দিতে জড়ো হয়েছিলেন চার লক্ষ মানুষ। আর রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার দৃশ্য টেলিভিশনে প্রচার করা হয় এবং তা দেখেন ব্রিটেনের দুই কোটি ৭০ লক্ষ মানুষ।

রাণী ভিক্টোরিয়া বিয়ে করেন প্রিন্স অ্যালবার্টকে ১৮৪০ সালের ১০ই ফেব্রুয়ারি। প্রিন্স অ্যালবার্টের মৃত্যুর আগে পর্যন্ত তারা বিশ বছর এক সঙ্গে সংসার করেন। রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে প্রিন্স ফিলিপের বিয়ে হয় ১৯৪৭ সালের ২০শে নভেম্বর ২১ বছর বয়সে। তাদের বিবাহিত জীবনের ৬৮ বছর চলছে এখন।

রাণী ভিক্টোরিয়ার আমলে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটে বিশ্বের এক চতুর্থাংশ জায়গা জুড়ে। তবে রাণী দ্বিতীয় এলিজাবেথের আমলে এই সাম্রাজ্য সঙ্কুচিত হতে হতে একেবারে ছোট হয়ে এসেছে। তিনি এখন যুক্তরাজ্যে এবং আরও ১৫টি কমনওয়েলথ দেশ ও ভুখন্ডের সরকার প্রধান।

রাণী ভিক্টোরিয়া তাঁর মেয়াদকালে ব্রিটেনে দশজন প্রধানমন্ত্রী বদল হতে দেখেছেন। অন্যদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথের মেয়াদকালে এপর্যন্ত ব্রিটেনে ১২ জন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।