নোয়াখালীতে ট্রলারসহ ৯ জলদস্যু আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৯ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে একটি মাছ ধরার ট্রলারসহ ৯ জলদস্যুকে আটক করা হয়েছে। বুধবার ভোরে হাতিয়া উপজেলার মেঘনা নদীর উত্তর পাশে ঠেঙ্গারচরে চট্টগ্রামের কোস্টগার্ড ও পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

আটকদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের থানায় আনার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, চলতি ইলিশ মাছ ধরার মৌসুমে হাতিয়ার মেঘনা নদীতে জলদস্যুদের আক্রমণ বেড়ে গেছে। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মাছ ও ট্রলার নিয়ে যাচ্ছে।

এটি প্রতিরোধে হাতিয়া থানা পুলিশ ও হাতিয়া কোস্টগার্ড মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাছ ধরার একটি ট্রলারসহ ৯ জলদস্যুকে আটক করা হয়েছে।

মিজানুর রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।