আর দৌড়াবেন না বোল্ট!


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

চলতি বছর ট্র্যাকে আর না দৌড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।  এজন্য এ বছর ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ডায়মন্ড লিগে অংশ না নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।  

বোল্ট তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, `বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর আমি ২০১৫ সালে আমি আর কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।`

বোল্ট আরও বলেছেন, `আমি এরই মধ্যে আগামী বছরের সম্পর্কে চিন্তা শুরু করেছি এবং রিওতে ২০১৬ সালের অলিম্পিক গেমসে আমি নিজের খেতাব রক্ষার প্রচেষ্টা করব ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪০০ মিটারে। এখন আমি একটি ছোট বিরতি উপভোগ করব এবং আগামী মাসে নতুন করে প্রশিক্ষণ শুরুর পূর্বেই নিজেকে সতেজ করে নিতে চাই।`

উল্লেখ্য, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ৩টি স্বর্ণ জিতেছেন উসাইন বোল্ট। এরপর শরীরকে বিশ্রাম দিতেই মূলত ডায়মন্ড লিগে না দৌড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।