শাবিতে আন্দোলনকারী শিক্ষকদের অনশন চলছে


প্রকাশিত: ০৬:১৮ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত সরকার সমর্থক একাংশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ।

বুধবার সকাল ১০টা থেকে প্রশাসন ভবন-২ এর সামনে এ অনশন কর্মসূচি শুরু করেন ওই গ্রুপের শিক্ষকরা। বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। একই দাবিতে বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তারা।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম জাগো নিউজকে বলেন, আমাদের আন্দোলন দুর্নীতিবাজ উপাচার্যের বিরুদ্ধে। যত দিন এই উপাচার্যের অপসারণ হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে।

প্রসঙ্গত, উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়ার বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে সরকার সমর্থক ওই গ্রুপের শিক্ষকরা।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।