প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন বৃহস্পতিবার
আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জেলার চারঘাট উপজেলায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল এডিশনাল আইজি নাঈম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ হেলিকপ্টারযোগে পুলিশ অ্যাকাডেমিতে উপস্থিত হবেন। এরপর তিনি অ্যাকাডেমিতে নব নির্মিত ‘তরুণিমা’ নামের অতিথি ভবন ও প্যারেড গ্রাউন্ডের নবনির্মিত গ্যালারির উদ্বোধন করবেন। পরে তিনি সকাল সাড়ে ১০ টায় ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন।
অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা নদীর তীরে নবনির্মিত ‘উর্মি’ নামের অতিথি ভবনটির উদ্বোধন করবেন। শেষে তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানান তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিকে সাজানো হয়েছে নতুন রূপে। চারিদিকে ব্যানার, ফেস্টুনে ছেঁয়ে গেছে। শুধু অ্যাকাডেমিতে নয় তার আগমনকে ঘিরে জেলার চারঘাট উপজেলায় বিরাজ করছে উৎসবের আমেজ।
এসএস/এমএস