মিসরে সেনা অভিযানে ২৯ জঙ্গি নিহত


প্রকাশিত: ০২:৫৯ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

মিসরের উত্তর সিনাই উপত্যকায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে ২৯ জঙ্গি ও দুই সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ দাবি করেছে। খবর পিটিআই।

মঙ্গলবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সিনাই অঞ্চলে পুলিশ ও সেনা ইউনিটগুলোর বড় ধরনের অভিযানে ২৯ জঙ্গি এবং দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে চারজন।

সেনাবাহিনী প্রায়ই ব্যাপক সংখ্যক জঙ্গির নিহত হওয়ার কথা জানায়। কিন্তু নিরপেক্ষভাবে তা যাচাই করা সম্ভব হয় না। এ ছাড়া এসব নিহতের ঘটনা নিরাপত্তা বাহিনীর ওপর আইএসের ভয়াবহ হামলা চালানোর সক্ষমতার ওপর খুব সামান্যই প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।