মোদির বিরুদ্ধে অভিযোগ তোলা সেই পুলিশ অফিসারের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২১ জুন ২০১৯

২০০২ সালে হিন্দু-মুসলিম দাঙ্গায় ভারতের গুজরাটে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল মুসলিম। এ ঘটনায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইপিএস অফিসার সঞ্জীব ভট্ট।

তার অভিযোগ ছিল, মুসলিমদের ওপর যাবতীয় আক্রোশ যাতে হিন্দুরা মিটিয়ে নিতে পারেন, সে কারণে দাঁড়িয়ে থেকে মোদি নিজে নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার (২০ জুন) তিন দশকের পুরনো একটি মামলায় সেই আইপিএস অফিসার সঞ্জীব ভট্টকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জামনগর থানায় পুলিশি হেফাজতে থাকাকালীন এক বন্দির মৃত্যুতে সঞ্জীব ভট্টের বিরুদ্ধে খুনের মামলা চলছিল। ওই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে আরেক সাবেক আইপিএস অফিসার প্রবীণসিন জালাকেও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৯০ সালে গুজরাটের জামনগর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন সঞ্জীব ভট্ট। সেই সময় লালকৃষ্ণ আডবাণী এবং তার সমর্থকদের রথযাত্রাকে কেন্দ্র করে জামজোধপুর এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা বাধে। এ ঘটনায় প্রায় ১৫০ জনকে আটক করেন সঞ্জীব ভট্ট। আটকদের মধ্যে প্রভুদাস বৈষ্ণণী নামের এক ব্যক্তিও ছিলেন। ছাড়া পাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রভুদাস। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

হেফাজতে থাকাকালীন পুলিশি নির্যাতনেই প্রভুদাসের মৃত্যু হয়েছে বলে পরিবার দাবি তোলে। পরবর্তীতে এ নিয়ে থানায় এফআইআরও করেন প্রভুদাসের ভাই। এতে সঞ্জীব ভট্টসহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন তিনি। মামলা চলাকালীন ২০১১ সালে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার অভিযোগে সঞ্জীব ভট্টকে বহিষ্কার করা হয়। ২০১৫ সালের আগস্টে সরকারি গাড়ি অপব্যবহারের অভিযোগে বরখাস্তও করা হয় তাকে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।