হিমালয়ের বরফ গলছে দ্বিগুণ হারে, বিপদে পড়বে শতকোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ এএম, ২১ জুন ২০১৯

বিজ্ঞানীরা বলছেন, হিমালয়ের বরফ আশঙ্কাজনক হারে গলছে। গত ৪০ বছরে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তোলা ছবি পর্যবেক্ষণ করে এমন আশঙ্কা হয়েছে তাদের। আর বিজ্ঞানীদের এ আশঙ্কা যদি সত্যি হয় তাহলে অন্তত ১০০ কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।

গেল বুধবার সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শতকের তুলনায় হিমালয়ের বরফ এখন দ্বিগুণ হারে গলছে। ২০০০ সাল থেকে বছরে শতকরা এক ভাগ করে গলছে বরফ। এর ফলে বছরে সাড়ে পাঁচ ফুটের (৫০ সেন্টিমিটার) চেয়েও বেশি করে গলছে বরফ। আগের ২৫ বছরের তুলনায় দ্বিগুণ হারে গলছে বরফ।

বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এর ফলে ভারত, চীন, নেপাল, ভুটানসহ এশিয়ার কয়েকটি দেশের অন্তত ১০০ কোটি মানুষের জন্য পানির সংকট দেখা দিতে পারে।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হিমবাহ গবেষক জোশুয়া মাউরার বলেন, ‘যে হারে বরফ কমছে তা সত্যিই আশঙ্কাজনক, তবে বরফ গলার হার দ্বিগুন বেড়ে যাওয়াটা আরও বেশি আশঙ্কাজনক।’

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।