মার্কিন ‘স্পাই’ ড্রোন ভূপাতিত করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ২০ জুন ২০১৯

একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরানের এলিট রেভল্যুশনারি গার্ড। বৃহস্পতিবার সেপাহ নিউজ ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে ওই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। মার্কিন ওই ড্রোনটিকে ‘স্পাই’ ড্রোন বলছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নিউজেই একই কথা বলা হয়েছে। ওই ড্রোনটিকে আরকিউ-৪ গ্লোবাল হক বলে উল্লেখ করা হয়েছে। ড্রোনটি দক্ষিণাঞ্চলীয় কুহমোবারাক জেলার কাছে ইরানের আকাশসীমায় প্রবেশের সাথে সাথেই এটি গুলি করে ভূপাতিত করা হয়।

মনুষ্যবিহীন আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোন ৩০ ঘণ্টারও বেশি সময় অনেক বেশি উচ্চতায় উড়তে পারে। এটি অনেক বড় এলাকায় যে কোন আবহাওয়াতেই সেখানকার স্পষ্ট ছবি ধারণ করতে পারে। সে কারণেই গুপ্তচরের কাজে ওই ড্রোনটিকে পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইরান।

তবে বুধবার মধ্যরাতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নেভি ক্যাপ্টেন বিল আরবান বলেন, আজ মার্কিন কোন আকাশযান ইরানের আকাশসীমায় চলাচল করেনি।

এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে ওমান উপসাগরে দু'টি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। ওই বিস্ফোরণের জন্য ইরানকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র ও সৌদি। কিন্তু এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে ইরান।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।