২৪ ঘণ্টায় ২ বিলিয়ন টন বরফ গলে গেল গ্রিনল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৯ জুন ২০১৯

প্রত্যেক বছরের জুন থেকে আগস্টের মধ্যে গ্রিনল্যান্ডের বরফ গলতে থাকে। কিন্তু তাই বলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২ বিলিয়ন টন (যা প্রায় ১ লাখ ৮১ হাজার ৪৩৭ কোটি কিলোগ্রাম) ওজনের পাহাড়-সমান বরফের চাঁই গলে যাবে? এভাবে দ্রুতগতিতে বরফ গলে যাওয়ার ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশ বিজ্ঞানীদের কপালে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানী ও গবেষক থমাস মোটি বলেছেন, হঠাৎ করে এই বিপুল পরিমাণ বরফ গলে যাওয়ার ঘটনা অস্বাভাবিক হলেও নতুন নয়।

গত প্রায় দুই দশক ধরে ধারাবাহিকভাবে গ্রিনল্যান্ডের বরফ গলে যাচ্ছে। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে চিন্তার বিষয় হল, এই বরফ গলার পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, ৩৬০ গিগাটন বরফ গলার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিলিমিটার বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে গ্রিনল্যান্ডেই বরফ গলেছে ২ গিগাটন। উষ্ণায়নের প্রভাবে যেভাবে দিনের পর দিন বরফ গলার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাতে রীতিমতো শঙ্কা তৈরি হচ্ছে। জিনিউজ।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।