সিনেমা হল নাকি বেডরুম?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৯ জুন ২০১৯

সারি সারি করে সাজানো রয়েছে বিছানা। দেখলে মনে হবে যেন ভিআইপি বেডরুম। কিন্তু মোটেও তা নয়। এটা আসলে একটা সিনেমা হল। যেখানে গা এলিয়ে দিয়ে আরাম করে সিনেমা দেখা যাবে।

সুইজারল্যান্ডের স্প্রিটেনবার্গে সিনেমা প্যাথেতে এই নতুন পরিকল্পনা চালু হয়েছে। বিছানায় শুয়ে শুয়েই সেখানে সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে এই সুযোগ কাজে লাগিয়ে কেউ যেন কোন অনৈতিক কাজ করতে পারেন সে বিষয়টিও খেয়াল রাখা হবে।

গত বৃহস্পতিবার চালু হয়েছে এই বেডরুম সিনেমা হল। দেখতে যে কোনও শোবার ঘরের মতোই। এই হলে রয়েছে ১১টি ডাবল বেডের বিছানা।

cinema

এর উদ্দেশ্য ছিল নেটফ্লিক্সের দর্শকদের সিনেমা হলে টেনে আনা। পুরো পরিবেশ করা হয়েছে নিজের ঘরের মতো করেই। ফিল্ম দেখতে দেখতে যাতে দর্শকরা ঘুমিয়ে না পড়েন তাই রাখা হয়েছে ইলেকট্রনিক বালিশ, যা সুবিধামতো ঠিক করে নেওয়া যায়। প্রতিটি শোয়ের আগে বিছানা পরিষ্কার করে দেওয়া হবে।

এই হল ছাড়াও সিনেমা কমপ্লেক্সে রয়েছে ৩৫০ সিট আর সিঙ্গেল ও ডাবল সোফার আইম্যাক্স হল। ভিআইপি হলে ঢুকতে হলে গুণতে হবে ৪৮ ডলার ৫০ সেন্ট। টিকিট কাটলে স্ন্যাক্স আর সফট ড্রিঙ্কস ফ্রি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।