হিরার বাজারে মন্দা


প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

এক বছর আগে ভারতের হিরার রাজধানী খ্যাত সুরাট খবরের শিরোনাম হয়েছিল অভিনব এক কারণে। শহরটিতে পৃথিবীর অন্যতম বড় হিরা পালিসের একটি কোম্পানি শতাধিক কর্মীকে বিপুল পরিমাণ বোনাস উপহার দেয়। ফিয়াট গাড়ি থেকে গয়না এমনকি আপার্টমেন্টও ছিল ওই উপহারের তালিকায়।

কিন্তু এ বছর শহরটির চিত্র একেবারেই ভিন্ন। `ম্যাজিক` বোনাসের কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে। পৃথিবীর ৮০ শতাংশ হিরাই যেখানে পালিস হয়, সেই শহরটির বিভিন্ন হিরা কারখানার অন্তত পাঁচ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন। কর্মহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে আরো অন্তত কয়েক হাজার শ্রমিক।

ভারতের পালিস করা হিরার অন্যতম বড় বাজার ছিল চীন। এই মুহূর্তে চীনা ক্রেতারা টাকা খরচ করে দামি হিরার গয়না কেনা থেকে সরে আসছেন। ফলে বিক্রি হচ্ছে না হিরা বা হিরার গয়না। অবিক্রিত হয়ে গোডাউনে জমছে এসব পণ্য। দেশটির ব্যবসায়ীরা জানায়, লাখ লাখ টাকার চুক্তি থেকে চীনা গয়না ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেয়ায় হিরার বাজারে মন্দা দেখা দিয়েছে।

সুরাটের অন্তত ছয়টি হিরা কোম্পানি ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। ভারতের হিরা কোম্পানিগুলোতে কয়েক লাখ শ্রমিক কাজ করেন। শুধুমাত্র সুরাটেই আছেন দুই তৃতীয়াংশ শ্রমিক। ভারতে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় দেশটির হিরা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন।

সূত্র: এনডিটিভি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।