ঢাবিতে ভর্তি : আবেদনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ওইদিন (বৃহস্পতিবার) সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়ার সমাপ্তি ঘোষণা করবেন। গত ২৪ আগস্ট বুধবার অনলাইনে ভর্তির এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।
২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ৬ হাজার ৬৫৫টি। যার মধ্যে ক-ইউনিটে ১ হাজার ৬৬০টি, খ-ইউনিটে ২ হাজার ২৫০টি, গ-ইউনিটে ১ হাজার ১৭০টি, ঘ-ইউনিটে ১ হাজার ৪৪০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন সংখ্যা রয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৬ হাজার ৫৮২টি।
উল্লেখ্য, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর , চ-ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা ১০ অক্টোবর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর ২, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ১৭ অক্টোবর, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এমএইচ/এআরএস/পিআর