ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৮ জুন ২০১৯

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পূর্ব জাভা দ্বীপের পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং ম্যানগেরা জানিয়েছেন, সোমবার ওই ফেরিটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনার সময় ফেরিটিতে ৫০ জন ছিল। এটি মাদুরা দ্বীপের কাছে উল্টে যায়।

তল্লাশি এবং উদ্ধারকর্মী দল মঙ্গলবার সকালে ১৩ জনের মরদেহ উদ্ধার করেছে। ওই দুর্ঘটনায় মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার এবং তল্লাশি দলের সদস্যরা এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। ফ্রান্স বারুং ম্যানগেরা বলেছেন, ধারণা করা হচ্ছে ফেরিটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। তীব্র ঢেউয়ের আঘাতে ফেরিটি উল্টে যায় এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।