চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পরিকল্পনা নেই : জনপ্রশাসন মন্ত্রী
চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিল করার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহত রাখার প্রয়োজনীতা এখনও থাকায় এ প্রথা বাতিল করার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই। বিশেষায়িত পদে এবং যে সকল সংস্থায় কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল সংকট রয়েছে, সে সকল সংস্থায় উপযুক্ত অবসরপ্রাপ্ত সামরিক, বেসামরিক কর্মকর্তা/কর্মচারী এবং বেসরকারি ব্যক্তিবর্গের মধ্য হতে বিশেষ যোগত্যসম্পন্ন ব্যক্তিবর্গকে সরকার জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে থাকে।
এছাড়া প্রশাসনিক ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে যে সকল দফতর/সংস্থায় দ্রæত জনবল নিয়োগ করা সম্ভব হয় না, সে সকল দফতর/সংস্থায়ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীবৃন্দকে চুক্তিভিক্তিক নিয়োগের মাধ্যমে জনবল সংকট নিরসন করে সরকারি কাজের ধারাবাহিকতা রক্ষা করা হয়ে থাকে বলেও যোগ করেন তিনি।
নুরজাহান বেগমের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি জোট সরকারের আমলে ৪২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে বর্তমান সরকারের আমল পাঁচ কর্র্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
এইচএস/এএইচ/আরআইপি