নাইজেরিয়ায় বোমা হামলা, প্রাণ হারালেন ৩০ ফুটবল ভক্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৭ জুন ২০১৯

নাইজেরিয়ায় পৃথক তিনটি আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একদল মানুষ টেলিভিশনে খেলা দেখার সময় হামলা করা হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তিনটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। বোরনো প্রদেশের কোনদুঙ্গা নামক গ্রামে একদল মানুষ টিভিতে খেলা দেখছিলেন। সেখানে বিস্ফোরক নিয়ে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে হামলার জন্য দায়ী করা হচ্ছে। তবে গোষ্ঠীটি তাৎক্ষনিকভাবে হামলার দায় স্বীকার করে কিছু জানায়নি। বোরনো প্রদেশ গঠিত হওয়ার পর থেকে এক দশকের বেশি সময় ধরে এর উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে আসছে বোকো হারাম।

গ্রামটিতে স্থানীয়ভাবে আত্মরক্ষার জন্য তৈরি নিরাপত্তা দলের নেতা আলি হাসান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ওই হলটির মালিক একজন হামলাকারীকে ভেতরে প্রবেশে বাঁধা দিয়েছিলেন। তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি বিস্ফোরক দিয়ে হামলা করেছেন তার সঙ্গে হলের অপারেটরের বাগবিতন্ডা হয়।’

এর আগে ২০১৮ সালের জুলাইতে কোনদুঙ্গা নামের ওই গ্রামটিতে হামলার ঘটনা ঘটে। সে সময় একজন আত্মঘাতী হামলাকারী মসজিদের ভেতর বিস্ফোরণ ঘটান। তাতে আটজন মুসল্লি নিহত হয়।

দেশটিতে বোকো হারামের হামলার কারণে অন্তত ২৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ঘরবাড়ি ছাড়া হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। প্রতিনিয়তই দেশটিতে বোকো হারামের হামলায় অসংখ্য মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।