মালালাকে নিয়ে গান


প্রকাশিত: ০৬:২১ এএম, ২০ অক্টোবর ২০১৪

শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে নিয়ে গান তৈরি হচ্ছে। ‘মালালা’ এ চাইল্ড অব আওয়ার টাইম’ নামে গানটি লিখেছেন পাকিস্তানের সাহিত্যিক বীনা শাহ।

জেমস ম্যাকার্তি পরিচালনায় গানটি গাওয়া হবে লন্ডনে।। আগামী ২৮ অক্টোবর লন্ডনের বার্কিকন সেন্টারে গানটি পরিবেশিত হবে।

পিটিআইয়ে এক খবরে জানানো হয়, এই প্রজন্মের কাছে মালালা হলো অনুপ্রেরণা। বিশেষ করে নারী শিক্ষার কাছে সে আজ আদর্শ বিজ্ঞাপন। তালেবানদের রক্ষচক্ষুকে উপেক্ষা করে নারী শিক্ষার পক্ষে প্রচার চালিয়ে গেছেন। তার এই সাহসী অভিযানকে সম্মান জানাতে তৈরি করা হচ্ছে এই গান। এই গানটি পরিবেশনে লন্ডনের অনেক স্কুল ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।