শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জেরম জয়ারন্তে


প্রকাশিত: ১০:৪০ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হলেন দলটির হেড অব কোচিং জেরম জয়ারন্তে। যদিও লংকানদের নতুন কোচ হিসেবে গণমাধ্যমে আলোচনায় ছিলেন বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

২২ বছর পর ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের দায়ে ক`দিন আগেই পদত্যাগ করেন প্রধান কোচ মারভান আতাপাত্তু। তবে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেয়া হলো দীর্ঘ দিন হেড অব কোচিং হিসেবে কাজ করা জয়ারত্নেকে।

উল্লেখ্য, শ্রীলংকা সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।