কান্না থামাতে এক বছরের শিশুকে কিল-ঘুষি-বুকে চাপ!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৪ জুন ২০১৯

সবে এক বছরে পা দিয়েছে বাচ্চাটি। হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখেছে সে। সেই বাচ্চাকে জামা-কাপড় পরাচ্ছেন এক নারী। আর জামা-কাপড় পরানোর সময় ওই নারী বাচ্চাটির সঙ্গে যা করেছেন, তা দেখে চক্ষু ছানাবড়া অবস্থা। শিশুটিকে নির্দয়ভাবে প্রহার করছেন তিনি!

ভিডিওতে দেখা যাচ্ছে, বাচ্চাটিকে শুইয়ে রেখে প্যাম্পাস করাচ্ছেন ওই নারী। এ সময় শিশুটি কেঁদে ওঠায় প্রথমে পায়ে আঘাত করেন। এরপর আরও কয়েকটি কিল বসিয়ে দিলেন তিনি। একপর্যায়ে শিশুটির বুকে কয়েকবার সজোরে চাপ দেন। এ সময় শিশুটি কেঁদেই যাচ্ছিল। এরপরও থেমে যায়নি নির্দয় ওই নারীর নির্মমতা। গালে কষে চড় দেন। প্যাম্পাস পরানো শেষ হলে প্যান্ট পরানোর সময়ও অমানবিক আচরণ চলে। প্যান্ট পরানো শেষে জামা খুলতে গিয়ে শিশুটির দুই হা শূন্যে ধরে রেখে কয়েকবার জোরে ঝাঁকুনি দেন। একপর্যায়ে বিছানোর ওপর ছুড়ে ফেলেন।

জামা পরার সময় এক বছরের শিশুকে এভাবে পেটানোর ঘটনাটি ঘটেছে মালয়েশিয়াতে। তবে ঘটনার ভিডিও ভাইরাল হতেই পুলিশ আটক করেছে ওই নারীকে।

ভিডিওটিতে দেখে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। তাদের মন্তব্য, শিশুটির সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে তা পশুর সঙ্গেও করা হয় না। পাশাপাশি তারা প্রশ্ন তুলেছেন, যে ব্যক্তি এই দৃশ্য ধারণ করেছেন তাকে নিয়েও।

মালয়েশিয়া রয়েল পুলিশ ভিডিওটি ফেসবুকে শেয়ার করে। এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৪৩ লাখেরও বেশি। মন্তব্য করেছেন ২ লাখ ৯০ জন। শেয়ার হয়েছে এক লাখেরও বেশি।

তবে শিশুটির সঙ্গে নির্দয় আচরণকারী ওই নারীর সম্পর্ক জানা সম্ভব হয়নি।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।