মঞ্চে নাচলেন ভারতের দুই মন্ত্রী (ভিডিও)


প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

মোদি সরকারের মন্ত্রীরা একের পর এক খবরের শিরোনাম হন। কেউ বিতর্ক সৃষ্টি করেন আবার কেউ নিজেই হন বিতর্কের কারণ। এমনই একজন হলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি। একের পর এক খবরের শিরোনাম হন তিনি।

কোনো সময় শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক ওঠে তাঁর বিরুদ্ধে। আবার কোনো সময় বাচ্চার স্কুলে গিয়ে ইন্টারভিউ দেন। কোনো কোনো সময় বানান ভুলের ভুলভুলাইয়ায় জড়িয়ে শিরোনাম হন তিনি।

এবার নেচে খবরে চলে এলেন তিনি। তবে এবার কেবল নিজে নাচেননি আরেক নারী মন্ত্রীকে সঙ্গে নিয়েই নেচেছেন। আর সেই নাচের ভিডিও প্রকাশ করেছে এনডিটিভি।

মঙ্গলবার দেশটির খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হারিশিমরাত কর বাদলসহ শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি যান পাঞ্জাবের মুকতসারের একটি কলেজে। যেখানে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে তালে তাল মিলিয়ে একটি ফোক গানে নাচেন এই দুই মন্ত্রী। নিজেরাও মেলান পায়ে পা।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও মন্ত্রী হারিশিমরাত করের শ্বশুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের অনুষ্ঠানে নাচাটা বাস্তবে তেমন মন্দ না হলেও দুই নারী মন্ত্রীর এমন কাজ নিয়ে এখন ভারতীয় মিডিয়াগুলোতে চলছে তুমুল আলোচনা।



এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।