শাবিতে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে


প্রকাশিত: ০৭:৪১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

প্রস্তাবিত ৮ম বেতন কাঠামো বাতিল করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছেন শাবির শিক্ষকরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কবির হোসেন জাগো নিউজকে বলেন,  প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মবিরতি চলছে।

এদিকে সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চললেও শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই নেই।

বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্র ইমরান হোসাইন জাগো নিউজকে বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়া উচিত। তানা হলে শিক্ষকরা আন্দোলনে যাবেন। এতে শিক্ষার্থীদের ভোগান্তি বাড়বে।

উল্লেখ্য, দাবি আদায়ে গত ৪ মাস ধরে নিয়মিত আন্দোলন করে আসছেন শিক্ষকরা। এ নিয়ে সরকারের উচ্চ মহলে যুক্তি উপস্থাপনসহ নিয়মিতই কর্মসূচি পালন করছেন তারা।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।