রাজনীতির নায়িকা এখন অপু বিশ্বাস
চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্য যদি হয় আলোচনা তবে সফল পরিচালকই বলতে হবে বুলবুল বিশ্বাসকে। ছবির এখনও কিছুই শুরু হয়নি। এরইমধ্যে চলচ্চিত্র পাড়ায় সর্বাধিক আলোচিত ছবির নাম ‘রাজনীতি’। মূলত নায়িকা হিসেবে ছবিটি থেকে পিয়া বিপাশার বাদ পড়ার জন্যই এত আলোচনা।
তবে নতুন করে ছবিটি আলোচনায় এলো পিয়ার পরিবর্তে রাজনীতির নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। রাজনীতির প্রযোজনা সূত্রে জানা গেছে, সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের শীর্ষ নায়িকা অপু বিশ্বাস।
ফলে ছবিতে অপু থাকছেন শাকিব খানের বিপরীতে। আরও আছেন জায়েদ খান, পীযূষ বন্দোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, আলীরাজ প্রমুখ।
অপুর সঙ্গে চুক্তি প্রসঙ্গে পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘শাকিব-অপু জুটি অনেক হিট ছবি উপহার দিয়েছে। তাদের জুটির আলাদা দর্শক আছে, তাই অপু বিশ্বাসকে নেওয়া। তাই মূল চরিত্রে পিয়ার বদলে অপুকে দেখা যাবে’।
পুরান ঢাকার একটি রাজনৈতিক পরিবারের কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। এতে দেখা যাবে, দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত অয়ন অর্ষা নামে এক মেয়ের প্রেমে পড়ে। তার ভাই শাকিলও একই মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ে। এ নিয়ে দুভাইয়ের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এটি আরও প্রকট হয় যখন অয়ন রাজনীতিতে যোগ দেয়।
প্রসঙ্গত, এই ছবির মধ্য দিয়ে শাকিব খানের সাথে ৬৯বারের মতো জুটি বাঁধলেন অপু বিশ্বাস। আলমগীর-শাবানার পর বাংলা চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে সবচেয়ে বেশি ছবির মালিক এখন শাকিব-অপু।
এলএ/পিআর