বিএমডব্লিউ গাড়ির তেল কিনতে হাঁস-মুরগি চুরি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ এএম, ১২ জুন ২০১৯

দুই কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি কিনেছেন। কিন্তু সেই গাড়ির পেট্রল কেনার টাকা জোগাড় করতে হাঁস, মুরগি চুরি করা শুরু করেছেন এক ব্যবসায়ী। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ চীনের লিনশুইয়ের সিচুয়ান প্রদেশে।

ইতোমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, বিএমডব্লিউ গাড়ির খরচ তুলতে হাঁস-মুরগি চুরি করতেন তিনি।

তবে পঞ্চাশ বছর বয়সী ওই ব্যক্তির নাম জানা যায়নি। সম্প্রতি ২ লাখ ৮৯ হাজার ৫শ মার্কিন ডলার খরচ করে একটি বিএসডব্লিউ কিনেছিলেন তিনি।

তবে শেষ পর্যন্ত সেই গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ জোগাতে পারছিলেন না। সে কারণেই হাঁস-মুরগি চুরি করে সেগুলো বাজারে বেচে গাড়ির তেলের টাকা জোগাড় করতে শুরু করেন।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।