সুন্দরী চালকের নামে মামলা দিয়ে সার্জেন্ট ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১১ জুন ২০১৯

লাতিন আমেরিকার দেশ উরুগুয়ের পায়সান্ডু শহরতলিতে এমন একটি ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা নেই। উঠতি বয়সী এক নারী গাড়ি চালিয়ে আসছিলেন। হঠাৎ তাকে আটকে দিলেন এক ট্রাফিক সার্জেন্ট। কারণ, চালক একজন সুন্দরী নারী। আটকানোর পর তার নামে মামলা দিয়ে এবং জরিমানা করে ফেঁসে গেছেন ওই সার্জেন্ট।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুন্দরী ওই চালককে দেখার পর খেই হারিয়ে ফেলেন ট্রাফিক সার্জেন্ট। তাকে আটকে রাখার জন্য কোনো কারণ ছাড়ই মামলা দেন, তারপর জরিমানাও করেন। আবার জরিমানা করা নথির উল্টো পিঠে ‘আই লাভ ইউ’ লিখে দেন।

এসব করার কারণ যেভাবেই হোক সুন্দরী ওই নারীকে নিজের আয়ত্বের মধ্যে রাখা। কিন্তু ওই সার্জেন্ট জানতেন না যে তার সেই জরিমানার কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাবে। সার্জেন্টকে কটাক্ষ করে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই। কেউ আবার বলছেন, সার্জেন্ট যেটা করেছেন সেটাই ঠিক।

আরও পড়ুন>> ৪৮ ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বায়ু

তবে বেশিরভাগ মানুষ এটাকে ক্ষমতার অপব্যবহার বলে ক্ষোভ দেখাচ্ছেন। কেউ বলছেন, ট্রাফিক সার্জেন্টও যদি নারীদের এভাবে হেনস্থা করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? কেউ আবার পছন্দের নারীকে প্রেমের প্রস্তাব দেয়ার এমন অভিনব কৌশলে ট্রাফিক পুলিশের পক্ষ নিয়েছেন।

lady-driver-1.jpg

তবে সেই টিকিট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ পড়ে যাওয়ায় বেশ বিপদে পড়েছেন সার্জেন্ট। টিকিটের ছবিটি ভাইরাল হয়েছে। ঘটনাটি এখন সবার মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া দেখে স্থানীয় প্রশাসন ওই ট্রাফিক সার্জেন্টকে বদলি করার চিন্তভাবনা করছে।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।