তানোরে দুই ছাত্রীকে যৌন হয়রানি, ৫ যুবককে গণপিটুনি
রাজশাহীর তানোরে দুই স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পাঁচ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যায় উপজেলার লালপুর বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন উপজেলার কুঠিপাড়া ইনসান আলীর ছেলে রুবেল (২০), একই এলাকার লুৎফর রহমানের ছেলে আশরাফুল (২৪), আমসো এলাকার আইনাল শেখের ছেলে রনি শেখ (২০), গোলাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে মসলেম উদ্দিন (২৩) ও সিন্ধুরী এলাকার মৃত হুরমত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০)।
তানোর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জাগো নিউজকে জানান, সোমবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে ভুটভুটিতে করে বাসায় ফিরছিল লালপুর সরকারি স্কুলের দুই ছাত্রী। তারা উপজেলার লালপুর বাজারে এসে পৌঁছালে রাস্তার এক পার্শ্বে দাঁড়িয়ে থাকা বখাটেরা ভুটভুটির গতিরোধ করে থামিয়ে দেয়। এসময় তারা ওই দুই স্কুল ছাত্রীকে নানা ধরনের কু-প্রস্তাব দেয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে যৌন হয়রানি করে।
এ ঘটনার সময় স্কুলছাত্রীদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটেদের গণপিটুনি দিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাদের থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, বখাটে পঁচজনকে চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়েছে। সোমবার রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে ছাত্রীদের পরিবার। মঙ্গলবার সকালে তাদের যৌন হয়রানির ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
শাহরিয়ার অনতু/বিএ