শ্রীলঙ্কার গোয়েন্দা প্রধান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮ এএম, ০৯ জুন ২০১৯

শ্রীলঙ্কার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। দেশটিতে ইস্টার সানডের ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই হামলার আগেই হামলা সম্পর্কে গোপন তথ্য পাওয়া গিয়েছিল। কিন্তু এসব তথ্যকে গুরুত্ব দেননি দেশটির গোয়েন্দা প্রধান।

শুক্রবার রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। সেখানেই গোয়েন্দা প্রধানকে বরখাস্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলা চালানো হয়। এতে ৪৫ বিদেশীসহ ২৫৮ জন নিহত হয়। এছাড়া আরও প্রায় পাঁচ শতাধিক মানুষ আহত হয়।

শুরু থেকেই ওই হামলার বিষয়ে অবহেলার অভিযোগ উঠে এসেছে। দেশটির গোয়েন্দা বিভাগ এ বিষয়ে জানতে পেরেও যথাযথ ব্যবস্থা নেয়নি। এমনকি প্রেসিডেন্টকেও এ বিষয়ে কোন তথ্য জানানো হয়নি।

গত সপ্তাহে অনুসন্ধানের ওপর ভিত্তি করেই গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করা হলো। অবহেলা না করলে ওই হামলা প্রতিহত করা সম্ভব হতো। তবে বরখাস্ত হওয়া গোয়েন্দা প্রধান প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন, নিরাপত্তা কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রেসিডেন্ট।

ইসলামিক কিছু সংগঠন হামলা চালাতে পারে এমন আশঙ্কাকে গুরুত্ব দেননি তিনি। ফলে তিনটি হোটেল, তিনটি চার্চসহ আট স্থানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। তবে ওই গোয়েন্দা প্রধানকে বরখাস্তের প্রকৃত কারণ উল্লেখ করেনি সিরিসেনার কার্যালয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।