অনুমোদন ছাড়া বাড়ি ভাড়া নয়


প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অফিসের জন্য বাড়ি ভাড়া দিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু আর্থিক প্রতিষ্ঠান প্রধান কার্যালয় সম্প্রসারণ, বুথ স্থাপন, শাখা স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বাড়ি ভাড়া নিচ্ছে, যা আইনত করা যায় না।

তাই ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা যাচ্ছে।

এসএ/একে/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।