গাইবান্ধা যাচ্ছেন ত্রাণমন্ত্রী


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে ঘাঘট, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা কবলিত এলাকার পানিবন্দি মানুষের দুর্ভোগ এখন চরম আকার ধারণ করছে। সদর উপজেলার কুপতলা, ঘাগোয়া, গিদারি ইউনিয়নের ব্যাপক এলাকা তলিয়ে গেছে। আর বন্যা কবলিত এসব এলাকা পরিদর্শনে যাচ্ছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মন্ত্রী সকাল সাড়ে ১১টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা কলেজ মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ এবং বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। দুপুর আড়াইটায় তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে গাইবান্ধা ত্যাগ করবেন।

অমিতাভ দাশ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।