প্রধানমন্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় যুবক গ্রেফতার


প্রকাশিত: ০২:২২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ করায় ভৈরবে ইমরান খান (২২) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাতে উপজেলার ভাটিকৃষ্ণনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই সঙ্গে আপত্তিকর এই ছবিতে লাইক দেয়ার অপরাধে হৃদয় খান ইমন (২৫) ও শাহাদাত হোসেন মারুফকে (২৩) মামলায় অভিযুক্ত করা হয়েছে। সোমবার সকালে ৩ জনকে আসামি করে পুলিশ ভৈরব থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত অপর দু’জন পলাতক রয়েছেন।

জানা গেছে, ভৈরব উপজেলার ভাটিকৃষ্ণনগর গ্রামে আলকাছ মিয়ার ছেলে ইমরান খান তার নিজের আইডি থেকে গত ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকে ব্যঙ্গ করে ফেসবুকে একটি ছবি প্রকাশ করে। তা দেখে এলাকাবাসী পুলিশকে ঘটনাটি জানায়। এ খবর পেয়ে রোববার রাতে পুলিশ তাকে এলাকা থেকে গ্রেফতার করে।

আসাদুজ্জামান ফারুক/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।