বেতনের ৩০ শতাংশ দিতে হবে স্ত্রীকে : দিল্লি হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৭ জুন ২০১৯

স্বামীর বেতনের ৩০ শতাংশ স্ত্রীকে ভরণপোষণ হিসেবে দিতে হবে। সম্প্রতি দিল্লি হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, যদি একজন ব্যক্তির বেতনের ওপর অন্য কেউ নির্ভর না থাকে তাহলে তা থেকে ৩০ শতাংশ তার স্ত্রী পাবেন।

সম্প্রতি এক নারীর বিবাহ বিচ্ছেদের পর ভরণপোষণের মামলায় এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, স্বামীর বেতনের ৩০ শতাংশ ওই নারীকে দিতে হবে।

২০০৬ সালের ৭ মে সিআইএসএফ ইন্সপেক্টরের সঙ্গে হয়েছিল ওই নারীর। ১৫ অক্টোবর ২০০৬ সালে তারা আলাদা হয়ে যান। এরপর ভরণপোষণের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন ওই নারী।

২০০৮ সালে ওই মামলার পরিপ্রেক্ষিতে ওই নারীর স্বামীকে নির্দেশ দেওয়া হয় মোট বেতনের ৩০ শতাংশ তার স্ত্রীকে ভরণপোষণ হিসেবে দিতে হবে। এরপর তার স্বামী আদালতে ফের মামলা দায়ের করেন।

এরপর ট্রায়াল কোর্ট ৩০ শতাংশ থেকে ১৫ শতাংশ করে দিয়েছিল ভরণপোষণ। কিন্তু দিল্লি হাইকোর্টে ফের এই রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন ওই নারী। পরে আদালত তার পক্ষে রায় দিয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।