বাইক চালিয়ে নারিকেল গাছে ওঠেন তিনি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৫ জুন ২০১৯

নারিকেল গাছে ওঠা কিন্তু সহজ কাজ না। মসৃণপ্রায় গাছটিতে উঠলে গেলে পিছলে পড়ে যেতে হয়। বিশেষ উপায় ছাড়া নামতে গেলে কিন্তু বিপত্তি। তবে ভারতের এক কৃষক নারিকেল গাছে ওঠা সহজ করে দিলেন তার উদ্ভাবনের মাধ্যমে। বাইক চালিয়ে গাছের মগডালে উঠতে পারেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সুপারি গাছের কাছে মোটর বাইকের মতো হ্যান্ডেল লাগানো ছোট্ট একটা বাহন, লুঙ্গি পরা এক কৃষক এসে সেই বাইকে বসলেন। তারপর চালানো শুরু করেন সেই বাইক। চোখের পলকে অনায়াসে কৃষককে নিয়ে সেই বাইক উঠে গেল সুপারি গাছের মাথায়। নিজের তৈরি করা বাইকটিকে গাছের একেবারে ওপরে উঠে থামালেন, তারপর গাড়ির মতো ব্যাক গিয়ার চেপে খুব সহজে নেমেও এলেন নিচে।

ভিডিওতে সুপারি গাছে ওঠার দৃশ্য দেখানো হলেও যন্ত্রটি মূলত নারিকেল গাছে ওঠার জন্য তৈরি করেছেন বলে জানিয়েছেন ওই কৃষক। অভিনব এই আবিষ্কারের জন্য কৃষকের প্রশংসা করছেন সবাই। তবে তার নাম, পরিচয় এখনো জানা যায়নি।

সূত্র: ডয়চে ভেলে

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।