দেশব্যাপী ৩৮ হাজার রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

পুলিশের অভিযানের অংশ হিসেবে সারা দেশ থেকে প্রায় ৩৮ হাজার রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।

সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি জানান, পূর্বঘোষণা অনুযায়ী পুলিশের অভিযানে এ পর্যন্ত ৩৭ হাজার ৭৯১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করা হয়।

এর মধ্যে ৩ হাজার ৭৭৫ জন রেজিস্ট্রেশন করে মোটরসাইকেলগুলো নিয়ে গেছেন। রেজিস্ট্রেশনের টাকা জমার রশিদ দেখিয়ে ১১ হাজার ৩৬ জন আটককৃত বাইক নিয়ে গেছেন। পুলিশের এ অভিযানে মোট ৪৪ হাজার ৮৭৫ টি মামলা দেয়া হয়েছে। এ থেকে  মোট আয় হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা।

এআর/জেইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।