মারা গেলেন সেই ফিলিস্তিনি শিশুর মা


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের আগুনে ১৮ মাসের যে ফিলিস্তিনি শিশু নিহত হয়েছিল একই ঘটনায় এবার না ফেরার দেশে চলে গেলেন ওই শিশুর অগ্নিদগ্ধ মা। রোববার রাতে ইসরায়েলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর বিবিসি ও আল জাজিরার।

শিশুটির মা রিহাম দাওয়াবশার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। গত ৩১ জুলাই পশ্চিম তীরের দুমা শহরে ফিলিস্তিনিদের দুটি বাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা। এ ঘটনায় দাওয়াবশার পরিবারের চার সদস্যই অগ্নিদগ্ধ হন।

ঘটনাস্থলেই মারা যায় রিহামের ১৮ মাস বয়সী ছেলে আলী সাদ দাওয়াবশা। আট দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিহামের স্বামী সাদ। অপর সন্তান ৪ বছর বয়সী আলী এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা মা রিহাম দাওয়াবাশার মৃত্যু হলো।

সোমবারই ইসরায়েলী কর্তৃপক্ষ রিহামের লাশ ফিলিস্তিনে তার স্বজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।