ঈদের নামাজের সময় বোমা বিস্ফোরণ, হতাহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১১ পিএম, ০৫ জুন ২০১৯

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে ঈদ-উল-ফিতরের নামাজ চলাকালে বোমা হামলা হয়েছে। এতে ঘটনাস্থলে ২ জন মুসল্লি নিহত হয়েছেন। এছাড়া বোমায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১৪ জন।

দেশটির বার্তা সংস্থা শাফাকনা বলছে, বাগলান প্রদেশের প্রাচীন উপশহর নাহরাইনে বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

সোমবার রাাজধানী কাবুলে একটি বাসে বিস্ফোরণে চারজনের প্রাণহানির একদিন পর ঈদের জামাতে এ বোমা হামলার ঘটনা ঘটলো।

বার্তাসংস্থা এএফপি বলছে, সোমবার দেশটির সরকারি একটি সংস্থার কর্মীদের বাসে করে বাড়িতে পৌঁছে দেয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে। ঈদ-উল-ফিতরের আগে সরকারি ছুটি ঘোষণার পর ওই কর্মীরা বাড়িতে যাচ্ছিলেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।