সকল নাগরিক ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হবেন


প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে ভোটার হওয়ার যোগ্য সকল নাগরিক হাল নাগাদ ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হবেন। আর এ কাজে নিয়োজিত সকলকে পারস্পরিক সহযোগিতা করার জন্য সমাজের তৃণমূল থেকে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। তাহলে সবার কাছে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা দেয়া সম্ভব হবে।

সোমবার বেলা ১১টার সময় নোয়াখালী জেলা প্রশাসকের সভা কক্ষে ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম ২০১৫ উপলক্ষে  সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশানর জাবেদ আলী উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমাদের মতবিনিময় সভার একমাত্র উদ্দেশ্য হলে ভোটার হওয়ার যোগ্য একজনও যাতে বাদ না পড়েন। সবার চোখ-কান খোলা রেখে এ কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারকে সক্রিয়ভাবে সহযোগিতা প্রদান করতে হবে।

তিনি আরো বলেন, হাল নাগাদ ভোটার তালিকা কার্যক্রমের সঙ্গে এবারই নতুন করে আরো একটি কাজ করা হবে আর  সেটি হলে দুই বছর পর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের সর্ম্পকেও তথ্য সংগ্রহ করা হবে যাতে তারা আগামীতে সহজেই ভোটার হতে পারেন।

এসময় তিনি উপস্থিত বিভিন্ন পেশাজীবী ও রাজনীতিবিদের ভোটার তালিকা নিয়ে প্রশ্নের উত্তর দেন। এছাড়া বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুজনিত কারনে উপ-নির্বাচন নিয়ে  বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনের এক প্রশ্নের জবাবে জানান, আইন বা নিয়ম অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। তারপরও বিষয়টি তিনি দেখবেন বলেও জানান।  

মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক অনুপম বড়ুয়ার সভাপতিত্বে, উপস্থিত অন্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মমিন বিএসসি, নোয়াখালী প্রেস ক্লাবের সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী।

সভায় জেলা-উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তুরের কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।