ফের উত্তপ্ত কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৩ জুন ২০১৯

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর। সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র লড়াই লড়ছে। গোলাগুলিতে এক জঙ্গি নিহত হয়েছে। সোমবার ভোরে সোপিয়ান জেলার মোলু চিত্রগ্রাম অঞ্চলে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী।

তল্লাশি চলাকালীন জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে দু'পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।

সেনাবাহিনীর গুলিতে ঘটনাস্থলেই এক জঙ্গি নিহত হয়েছে। গ্রামে একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। দু'পক্ষের মধ্যে গোলাগুলি এখনও চলছে।

এর আগে গত ৩১ মে সোপিয়ান জেলায় সেনা অভিযানে আরও জঙ্গি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।