বাজারে আসছে অ্যাপল টিভি
মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল নতুন চমক নিয়ে আসছে। বুধবার সানফ্রান্সিসকোতে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি অ্যাপল টিভি বাজারে আনার ঘোষণা দিতে যাচ্ছে। একই সঙ্গে অ্যাপল আইফোনের এক নতুন আপডেটেড ভার্সন নিয়ে হাজির হবে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে নতুন আইফোনের বিভিন্ন তথ্যও ফাঁস হয়ে গেছে।
বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেখানেই অ্যাপল আইফোনের নতুন আপডেটেড ভার্সনের উন্মোচন করা হবে। ফলে এখন থেকে আইফোনের সঙ্গে একযোগে ব্যবহার করা যাবে অ্যাপল টিভিও।
নতুন আপডেটেড আইফোনে থাকছে এমন নেভিগেটর যার মাধ্যমে অ্যাপল টিভিকে নিয়ন্ত্রণ করা যাবে। সহজে গান, ছবি চালানো অথবা দেখা যাবে। এছাড়া অ্যাপলের নিজস্ব অ্যাপ স্টোর থাকবে যেখান থেকে ডেভেলপাররা গেম অথবা অন্য কনটেন্ট তৈরি করতে সহায়তা নিতে পারবে।
এছাড়া অ্যাপল নতুন দুটি ফোন এবং চারটি নতুন ল্যাপটপ বাজারে আনতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নতুন ফোনের সঙ্গে সেদিনই প্রকাশ করা হবে নতুন ওএস। অধিক কর্মক্ষমতা সম্পন্ন নতুন ওএস আসছে ল্যাপটপের জন্যও। সব মিলিয়ে নতুন প্রজন্মের গ্যাজেটপ্রেমীরা পেতে যাচ্ছে অ্যাপলের নতুন এক চমক।
উল্লেখ্য, অ্যাপলের তৃতীয় প্রজন্মের টেলিভিশন চালু করা হয় তিন বছর আগে। যদিও এটি ২০০৭ সালে পূর্ণাঙ্গভাবে বাজারে ছাড়া হয়।
এসআইএস/এমএস