গুরুতর অসুস্থ লাকী আখন্দ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি) চিকিৎসাধীন আছেন বাংলা গানের বরপুত্র লাকী আখন্দ। তিনি ফুসফুস ও হার্টের সমস্যায় ভুগছেন।

পিজি হাসপাতালের সিসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ওসমান ও ডা. মেহশাকের তত্ত্বাবধানে আছেন লাকী।

লাকীর মেয়ে মাম্মেনতি বলেন, ‘বাবার ফুসফুসে পানি জমেছে। তার হার্টেও কিছু সমস্যা আছে। চিকিৎসকরা দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই ব্যাংককের কথাই ভাবছি আমরা।’

জানা গেছে, আগামী সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হবে লাকী আখন্দকে।

লাকী আখন্দ সংগীত জীবনে অসংখ্য কালজয়ী গান সুর করেছেন ও গেয়েছেন। তারমধ্যে হ্যাপী আখন্দের ‘আবার এলো যে সন্ধ্যা’, কুমার বিশ্বজিতের ‘যেখানে সীমান্ত তোমার’, সামিনা চৌধুরীর ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ফেরদৌস ওয়াহিদের ‘মা মনিয়া’, নিজের গাওয়া ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘আগে যদি জানতাম’ উল্লেখযোগ্য।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।