পাকিস্তানের আর্মি জেনারেলের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ৩১ মে ২০১৯

পাকিস্তানের অবসরপ্রাপ্ত এক আর্মি জেনারেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে এক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার কর্মকর্তা এবং এক বেসামরিক চিকিৎসককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের এমন শাস্তি দেয়া হয়েছে।

বিদেশিদের কাছে পাকিস্তানের গোপনীয় তথ্য পাচার করেছিল বলে অভিযুক্ত হয়েছে ওই কর্মকর্তারা। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রাজা রিজওয়ান ও ডা. ওয়াসিম আক্রামকে মৃত্যুদণ্ড এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাভেদ ইকবালকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর রুদ্ধদ্বার বিচার প্রক্রিয়ায় ওই কর্মকর্তাদের সাজা ঘোষণা করা হয়। তবে সেনাবাহিনীর তরফ থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ওই তিন কর্মকর্তা কাদের কাছে তথ্য ফাঁস করেছেন সে বিষয়টিও পরিষ্কার নয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।