আমিরাতের বহুতল ভবনে মোদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৩ এএম, ৩১ মে ২০১৯

সাত দফার ম্যারাথন নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাইসিনা হিলসে শপথ নেন তিনি।

দিল্লির রাষ্ট্রপতি ভবনে হাজার হাজার অতিথির সামনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে শপথ বাক্য পাঠ করান।

ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বহুতল ভবনে আলোর ঝলকানিতে ভেসে উঠল শেখ বিন জায়েদের সঙ্গে করমর্দনরত মোদির ছবি।

মোদির সম্মানে আইকনিক অ্যাডনিক গ্রুপ টাওয়ার নামক ওই বহুতল ভবনটিকে ভেসে ওঠে ভারতের পতাকাও।

আমিরাতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবনীত জানান, এটাই সত্যিকারের বন্ধুত্ব।

এদিকে মোদির দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ ঠাঁই পাচ্ছেন। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, তার একটি তালিকা ছড়িয়ে পড়েছে।

তবে এই তালিকায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।