নেপালে তুষার ঝড়ে নিহতের সংখ্যা ৩৯


প্রকাশিত: ১০:২৩ এএম, ১৯ অক্টোবর ২০১৪

নেপালে হিমালয় পর্বতারোহণ এলাকায় তুষারঝড় আর পাহাড়ি ধসে ৩৯ জন ট্রেকার আর পর্বতারোহী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন সেদেশের কর্মকর্তারা। চারদিন ধরে উদ্ধার অভিযান চালিয়ে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া সেখানকার ট্রেকিং অঞ্চল অন্নপূর্ণায় আটকা পড়া এখন পর্যন্ত ৩৮০ জন ট্রেকারকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও সেখানে বেশ কয়েকজন আটকে আছেন বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। এসব ট্রেকারদের বেশির ভাগই বিদেশী নাগরিক এবং তাদের আসা গাইড।

উদ্ধার হওয়া অনেকেরই শরীরের বিভিন্ন অংশ ফ্রস্টবাইটের কারণে প্রচণ্ড ঠাণ্ডায় জমে গেছে। উদ্ধার পাওয়া একজন ব্রিটিশ ট্রেকার পল শেরিডান বলছিলেন, মৃত্যুর ঘটনা হয়ত এড়ানো সম্ভব ছিল।

অন্নপূর্ণায় ট্রেকিং থেকে ফেরা বাংলাদেশি মিঠুন দাস বলেছেন, অনেকটা আকস্মিকভাবে ঝড়টি দেখা দিয়েছিল। তাই কোনরকম প্রস্তুতি ছাড়াই পর্বতারোহীরা বিপদে পড়ে যান।

নেপালের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এখনও সেখানে ৫ হাজার মিটারেরও বেশি উচ্চতায় থরুং লা পাস পর্বতে আটকা পড়ে আছেন বিশ জনেরও বেশি ট্রেকার। এ অবস্থায় তীব্র খাবার ও পানির সংকটের মুখে পড়েছেন এসব পর্বতারোহীরা।

তুষার জমে উদ্ধারকারী হেলিকপ্টারের ল্যান্ডিং প্যাড চাপা পড়ে যাওয়ায় শনিবার ঐ ট্রেকারদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাদেরকে উদ্ধারের বিষয়টিকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছে নেপালি সরকার। - বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।