সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ অনুষ্ঠিত


প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

২০ দলীয় জোট ঘোষিত গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বেশ কয়েকটি স্থানে মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ছাত্রদলকর্মীদের।

দুপুর সাড়ে ১১টায় শাহাবাগ মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে কাটাবন মোড়ে গিয়ে শেষ হয়। এসময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুন বিল্ল­াহ, ইখতিয়ার রহমান কবির,  যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, নুরুল হুদা বাবু, করিম সরকার, এসএম কবির, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে শাহাবাগে আরো একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সাংগঠিক সম্পাদক সঞ্জয় দে রিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালের সাবেক যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন মিঠু, কেন্দ্রীয় ছাত্রদলের জলবায়ু ও পরিবেশবিষয়ক সম্পাদক স্বপন মন্ডল প্রমুখ।

কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম গেট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রজিবুল ইসলাম, আবু ফয়সাল জিহাদ, হাফিজুর রহমান, ইমরান হোসেন প্রমুখ।

"
রাজধানীর কারওয়ান বাজার মোড়ে দুুপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের যুগ্ম সম্পাদক করিম সরকার, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্রনেতা সুলতান মাহফুজসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যায়ের উদ্যেগে একটি মিছিল রাজধানীর পরিবাগে অনুষ্ঠিত হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাহতাব উদ্দিন জিমি, সদস্য কোয়েল, এমদাদুল হকসহ আরো অনেকে।

এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বিএনপি ঘোষিত কর্মসূচি পালন করায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন। আগামীতেও একইভাবে সবাইকে সর্বাত্মক কর্মসূচি পালনের আহ্বান জানএনা হয়।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।