জবিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী


প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও আর্কাইভ ৭১-এর যৌথ উদ্যোগে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জবি ভিসি প্রফেসর ড. মীজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, আমরা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর একটি বিজয় দেখেছি। কিন্তু আমাদের দেশে এখন যুদ্ধ চলছে। আর সেই যুদ্ধ হচ্ছে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে। আগুন সন্ত্রাসীদের সঙ্গে যে যুদ্ধ চলছে তা এখন শেষ হয়নি। তাই বিজয়ের প্রকৃত স্বাদ এখনো পাইনি। ১৯৭৫ পরবর্তী সময় হতে আমরা যে যুদ্ধ চালিয়ে যাচ্ছি এখন তা শেষ পর্যায়ে রয়েছে এবং এ যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, ২১ আগস্টের পরিকল্পনাকরী, জঙ্গিবাদী ও আগুন সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস হতে পারে না। খালেদা জিয়া মাফ চাইলেও তাকে মাফ করা হবে না। তারেক রহমান ও খালেদা জিয়াকে শেষ ধাক্কা দেয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। হয় তারা থাকবে, না হয় আমরা থাকবো। আইনের কাছে তাকে আত্মসমর্পণ করতে হবে এবং বিচারের মাধ্যমে তার পরাজয় ও শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, একটি দেশ সৃষ্টির জন্য তিনটি জিনিসের প্রয়োজন- নির্বাচন, আন্দোলন ও সশস্ত্র যুদ্ধ। বঙ্গবন্ধু এই তিনটি বিষয় করে দেখিয়েছিলেন। বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য কারো সঙ্গে আপোস করেননি। যুদ্ধ করে তিনি দেশের জন্য স্বাধীনতা এনেছিলেন। ভালো রাজনীতিবিদ হতে হলে যেমনি বঙ্গবন্ধুর মতো সাহসী হতে হবে, তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণেও সাহসী ভূমিকা পালন করতে হবে।

আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. সেলিম ভূঁইয়া এবং বিকেএমইএ-এর প্রথম সহ-সভাপতি ও আর্কাইভ ৭১-এর প্রধান উপদেষ্টা এ এইচ আসলাম সানি বক্তব্য দেন। আর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এটিএন নিউজ-এর প্লানিং এডিটর ও আর্কাইভ ৭১-এর নির্বাহী পরিচালক প্রণব সাহা অপু।

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি এফএম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। এসময় ডিন, চেয়ারম্যান, দফতর প্রধানগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৫৫টি আলোকচিত্র স্থান পায় এবং প্রদর্শনীটি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একাডেমিক ভবনের নিচতলায় সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।