বোলিং অনুশীলনে ইন্টারনেট ব্যবহার করেন তাসকিন


প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর বনানী সোসাইটি মাঠে শনিবার থেকে শুরু হওয়া ইন্টারনেট উইকে যোগ দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তিন তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় ও তামিম ইকবাল।

রোববার রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠানস্থলে এসে এই উইককে আরো বর্ণিল করেন তারা।

মেলায় আগত দর্শকদের সামনে এই তিন অতিথিকে নিয়ে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন মেলার আয়োজকরা।

ক্রিকেটে ইন্টারনেটের গুরুত্বের কথা বলতে গিয়ে তাসকিন বলেন, ইন্টারনেট বোলিংয়ের ক্ষেত্রে আমাকে বিভিন্নভাবে সাহায্য করে। ইউটিউবে বিখ্যাত বোলারদের বোলিং দেখে পরবর্তীতে সেভাবেই আমি অনুশীলন করতে পারি এই ইন্টারনেটের কারণে।

মেয়ে ফ্যানরা বিরক্ত করে কি-না এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, তারাতো (মেয়েরা) বিরক্ত করে না বরং উদগ্রীব হয়ে অপেক্ষা করে আমার নতুন আপডেটের জন্য। নতুন কোনো ছবি পোস্ট করেছি কি-না সেটা দেখার জন্য।

এআরএস/একে/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।