ঢাকা ব্যাংকের মালিকানা হারাচ্ছেন মির্জা আব্বাস


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

পলাতক থাকার কারণে এবার ঢাকা ব্যাংকের মালিকানা হারাতে যাচ্ছেন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক মির্জা আব্বাসের পরিচালক পুনঃনিয়োগ সংক্রান্ত প্রস্তাব বাতিল করে দিয়েছে বলে সূত্র জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক কর্মকর্তা রোববার সন্ধ্যায় জাগো নিউজকে জানান, তিনি যেহেতু পলাতক তাই তার মেয়াদ বাড়ানোর প্রস্তাবটি নাকোচ করা হয়েছে।

সূত্র জানায়, বিএনপি জোটের শাসনামলে কার্যক্রমে আসা ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক মির্জা আব্বাস। তিনি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এর পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ সদস্য।   

ব্যাংকিং নীতি অনুসারে, কোন পলাতক ব্যক্তি বা মামলার সাজাপ্রাপ্ত আসামি ব্যাংকের পরিচালক পদে থাকতে পারেন না।

উল্লেখ্য, বিভিন্ন নাশকতা ও সরকারবিরোধী আন্দোলনের কয়েকটি জ্বালাও পোড়াওয়ের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মির্জা আব্বাস। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে আড়ালে থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সে থেকে  গ্রেফতার এড়াতে এখন পর্যন্ত  তিনি পলাতক রয়েছেন।

এসএ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।