ঝাড়খন্ডে মাওবাদীদের বিস্ফোরণে ১৫ নিরাপত্তারক্ষী আহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৮ মে ২০১৯

ভারতের ঝাড়খন্ডে মাওবাদীদের বিস্ফোরণে ১৫ নিরাপত্তারক্ষী আহত হয়েছে। মঙ্গলবার সকালে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে ‘কোবরা’ বাহিনী ও ঝাড়খণ্ড পুলিশ মাওবাদীদের খোঁজে তল্লাশি শুরু করলে তখনই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা।

বিস্ফোরণের পর পরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। এরপর তারা পালিয়ে যায়। হামলায় ‘কোবরা’ বাহিনী ও ঝাড়খণ্ড পুলিশের ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৮ জনই কোবরা বাহিনীর সদস্য। আহতদের চিকিৎসার জন্য বিমানে করে রাঁচিতে পাঠানো হয়েছে। অপরদিকে যৌথ নিরাপত্তাবাহিনী পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।