ছেলের সঙ্গে বাসন্তীর মাধ্যমিক পাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৮ মে ২০১৯

সর্বশেষ ১৮ বছর আগে স্কুলে গেছিলেন। এরপর ঘর সংসারের কারণে আর স্কুলে যাওয়া হয়নি ৩৬ বছরের বসন্তীর মুদুলির। কিন্তু পড়াশোনার স্বপ্নটা ভুলে যাননি। তাইতো ছেলের বই নিয়ে, তার সঙ্গেই চালিয়েছেন পড়াশোনা।

ভারতের ওড়িশার স্টেট ওপেন স্কুলের সাহায্যে বসন্তী মুদুলি মাধ্যমিক পাসও করে গেলেন একবারেই।

অঙ্গনওয়ারিতে কাজ করছিলেন বসন্তী মুদুলি। কিন্তু খুব ভালো করেই জানতেন, পড়াশোনা ছাড়া বেশিদূর যাওয়া সম্ভব নয়। তাই যেভাবেই হোক অন্ততপক্ষে মাধ্যমিক পাস করার ভূত মাথায় চেপে বসে। সেই থেকেই শুরু। ছেলের বই নিয়ে, তার সঙ্গেই চলছিল জোরকদমে পড়াশোনা। আর তার ফলাফল, হাসতে হাসতে পাস করলেন মা ছেলে।

পাস করে খুশিতে আত্মহারা বসন্তী বললেন, ‘একটা বিষয় বুঝেছিলাম যে মাধ্যমিক পাস ছাড়া বেশিদূর যাওয়া সম্ভব নয়।’

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।