সরে দাঁড়ালেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ

হাসান তামিম
হাসান তামিম হাসান তামিম
প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৮ মে ২০১৯

আইন প্রণেতাদের অনাস্থা জ্ঞাপনের মাধ্যমে চ্যান্সেলর পদ থেকে সরে দাঁড়ালেন অস্ট্রিয়ার তরুণ রাজনীতিবিদ এবং বর্তমান কোয়ালিশন সরকারের অন্যতম শরিক দল অস্ট্রিয়া ভলকস পার্টির প্রধান সেবাস্তিয়ান কুর্জ।

সোমবার এক আস্থা ভোটে হেরে গেলে তিনি তার পদ থেকে সরে যেতে বাধ্য হন। অস্ট্রিয়ার অধিকাংশ আইন প্রণেতা বর্তমান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জকে সরকার প্রধান হিসেবে মেনে নিতে অনীহা প্রকাশ করেন।

ফলে দেশটির রাষ্ট্রপতি আলেকজান্ডার ভনডার ব্যালেন খুব শিগগিরই নতুন চ্যান্সেলর নিয়োগ করবেন।

উল্লেখ্য, অস্ট্রিয়ার কোয়ালিশন সরকারের অন্যতম শরিক ফ্রিডম পার্টি অস্ট্রিয়ার প্রধান হেইঞ্জ স্টার্কের ভিডিও ফাঁসের পর বেকায়দায় পড়ে বর্তমান সরকার।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।