পাকিস্তান সীমান্তে ইরানের মর্টার শেল নিক্ষেপ


প্রকাশিত: ০৯:২১ এএম, ১৯ অক্টোবর ২০১৪

ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্তবর্তী মাশখালি শহরে কমপক্ষে তিনটি মর্টার শেল নিক্ষেপ করেছে ইরানের সীমান্ত রক্ষীবাহিনী। পাকিস্তানি এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানানো হয়েছে। শনিবার এই হামলার ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ইরানের সীমান্ত রক্ষীবাহিনীর নিক্ষেপ করা শেলগুলো বেলুচিস্তানের জনবিরল মাশখালি মরু শহরে আঘাত করেছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, এ ঘটনার পরই ফ্রন্টিয়ার কর্পস (এফসি) ও লেভি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সীমান্ত অঞ্চলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র মুহাম্মদ বুলেদি জানান, গত তিনদিন যাবত পাকিস্তানি এলাকায় সীমান্ত লঙ্ঘন এবং বেসামরিক মানুষের উপর হামলা করছে ইরান।

উল্লেখ্য, শনিবারের এফসি‘র এক জুনিয়র অফিসার বেলুচিস্তানের কেচ জেলার ম্যান্ড এলাকায় ইরানের সীমান্ত বাহিনীর হামলায় নিহত হওয়ার কয়েক ঘণ্টা পড়েই বোমাবর্ষণের ঘটনাটি ঘটেছে। সূত্র: ডন নিউজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।