ভারতের ছাড়া পানিতে বিপদে নেপালের ৯০ পরিবার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৬ মে ২০১৯

কিছুদিন আগে ভারত দেশটির কোশি নদীর পশ্চিম পাশে পরীক্ষামূলক একটি চ্যানেল খনন করে। এরপর সে চ্যানেল খুলে দেয়ার পর নেপালের সাপতারি নামে একটি জেলার একটি অংশ ওই জেলার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সেখানকার ৯০ পরিবার এখন চারপাশে পানি দিয়ে বন্দী। স্থানীয়দের অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়ে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই ওই চ্যানেলে পানি ছেড়ে দেয় নেপাল।

কানকালিনি পৌরসভার ওয়ার্ড চেয়ারপার্সন বিন্দেশ্বরী যাদব বলেন, ওই এলাকার কয়েকজন শুক্রবার একটি প্রশিক্ষণে অংশ নিতে অন্য একটি পৌরসভা অফিসে যান। সন্ধ্যায় সেখান থেকে তারা ফিরতে গিয়ে দেখেন ফেরার কোনো পথ নেই। পুরুষদের কয়েকজন সাঁতরে গেলেও নারীদের ফিরে যেতে হয়।

কোশি নদীর গতিপথ পরিবর্তন করতেই ওই চ্যানেলটি তৈরি করেছে ভারত। কোশি নদীর পানিতে গত বর্ষাতেও এই এলাকা প্লাবিত হয়। এরজন্য ওই চ্যানেলকেই দায়ী করছেন স্থানীয়রা।

সূত্র : দ্য কাঠমান্ডু পোস্ট।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।